Khiyang

খিয়াংরা জুম চাষনির্ভর গোষ্ঠী।জুম চাষের ধরনের কারণেই এরা কিছুটা যাযাবর প্রকৃতির হলেও বর্তমানে বান্দরবান-রাঙামাটির সীমান্ত এলাকা গুলোতে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। খিয়াংদের ভাষা কুকি-চিন দলভুক্ত্। অতীতে খিয়াং জনগোষ্ঠী প্রকুতি পূজারী ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। বর্তমানে প্রায় অর্ধেক জনসংখ্যা মিশনারীদের প্রভাবে খিষ্ট ধর্ম গ্রহণ করেছে। খিয়াংদের প্রধান উৎসবের নাম ‘হেনেই’ বা নবান্ন উৎসব। বান্দরবানে ২০১১ সালের সরকারি আদম শুমারী অনুযায়ী খিয়াংদের সংখ্যা প্রায় ২৯৮৬ জন। বান্দরবান জেলা সদরের ডলু পাড়ার আশেপাশেই এদের বেশিরভাগের বসবাস।

© ২০১৫ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (বিএইচডিসি)