Bangali

পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ী-বাঙ্গালীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে চলেছে। আদিবাসীদের সাথে বাঙ্গালীরাও মিলেমিশে জীবনযাপন করছে পাহাড়ী শহর বান্দরবানে। লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলায় অধিকাংশ বাঙ্গালীর বসবাস। আদিবাসী অধ্যুষিত রুমা, রোয়াংছড়ি এবং দূর্গম থানচি উপজেলাতেও রয়েছে বাঙ্গালী জনগোষ্ঠীর বসবাস। যুগের তালে পার্বত্যাঞ্চলে পাহাড়ী-বাঙ্গালীরা এক সুতায় বাধাঁ পড়েছে। এখানে বসবাসকারী বাঙ্গালীরা মূলত চাষাবাদ এবং ছোট খাটো ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। অপরদিকে আদিবাসীদের উৎসবগুলোতে যেমন বাঙ্গালীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে। তেমনিভাবে আদিবাসীরাও বাঙ্গালী জনগোষ্ঠীর উৎসবে সম্পৃক্ত হয়। বান্দরবানে বসবাসরত বাঙ্গালীদের আদিবাসীদের মত আলাদা কোন উৎসব না থাকলেও পহেলা বৈশাখ, ঈদ, পূজা, পার্বনে এরা মেতে উঠে আনন্দে। তবে বান্দরবানে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস দারিদ্র সীমার নীচে। শিক্ষার হারও সন্তোষজনক নয়। জেলার রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি বিকাশেও বাঙ্গালী জনগোষ্ঠীর লোকজন সক্রিয় ভূমিকা রেখে চলছে। সমতলের মত এখানকার বাঙ্গালীরাও বাশঁ, টিন এবং কাঠের তৈরি ঘরে বসবাস করে। তবে উচ্চ বিত্তের লোকজন পাকা দালানসহ সাধ্য অনুযায়ী নিজের বসতি গড়ে তুলেন। এখানকার বাঙ্গালীরা উৎসব পার্বনে জারি, সারি, কবি গান, নৌকা বাইচ, বলিখেলাসহ নানা আয়োজন করে থাকে।

© ২০১৫ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (বিএইচডিসি)